 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          চুয়াডাঙ্গা জেলার দর্শনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মাহাবুব আলম পলাশ (পিতা: মৃত বদরুল আলম)। তাকে তার নিজ বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকে, চারটি গাঁজা কাটার সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ভোর ৩টার দিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। 
 মোঃ মিনারুল ইসলাম
                     মোঃ মিনারুল ইসলাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
