নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুজাহান মিয়া (৪৮), নূর মোহাম্মদ (৩০) ও রফিক মিয়া (৪৬)। নিহত দুজাহান মিয়া স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ও মৌগাতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তি নূর মোহাম্মদ একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এই ঘটনায় নিহত রফিক মিয়াও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুজাহান মিয়া ও প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মিয়ার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে দুজাহান মিয়ার পক্ষের লোকজন পাল্টা হামলা চালায়। এতে প্রতিপক্ষের নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রফিক মিয়াকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
                                
                                
                                
                                
                                
                                
