জুলাই স্মৃতি ম্যারাথনঃ গণঅভ্যুত্থান স্মরণে দৌড়
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুর জেলা জেলা প্রশাসনের উদ্যোগে গত ১৮ জুলাই সকালে শহরের বাইপাস সড়কের বিজয় চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই স্মৃতি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালায় জেলা প্রশাসন। এতে শত শত দর্শক উপস্থিত ছিলেন। ম্যারাথনে অংশ গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফরম পূরণ করা হয়। জেলা প্রশাসক হাছিনা বেগম ম্যারাথনের শুভ উদ্বোধন করেন। জুলাই স্মৃতি ম্যারাথনের রুট ছিল। "বিজয় চত্বর ম্যারাথন রুট থেকে বিজয় চত্বর -চন্দ্রা লাইট হাউজ মোড় হয়ে বিজয় চত্বর পর্যন্ত।"

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে উপস্থিত মেডেল বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

ম্যারাথন উপলক্ষে জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সুধী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।