মুক্তিপণ দিয়েও উদ্ধার হয়নি শিশুটি, ৪ দিন পর লাশ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে গত ১১ জুলাই নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী সাদাব হোসেনের মরদেহ ১৫ জুলাই সকালে উদ্ধার করা হয়েছে।

সাদাবের পিতা সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে সাদাব মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। ১১ জুলাই দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

১২ জুলাই দুপুর ১২টার দিকে সাদাবের পরিবারের কাছে দুটি মুঠোফোন নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে ২০ হাজার ও ৮ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু গফরগাঁও রেলস্টেশনে গিয়ে সাদাবের পরিবার নম্বরগুলো বন্ধ পান।

১৫ জুলাই সকালে সাদাবের মামা খলিল মিয়া বাড়ি থেকে দেড়শ গজ দূরে পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে সাদাবের মরদেহ দেখতে পান। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুক্তিপণ নেওয়া চক্রের সদস্যদের বাড়ি গাইবান্ধা জেলায়। তারা প্রতারণার উদ্দেশ্যে টাকা নিয়েছিল। প্রতারক চক্রের বিষয়ে নজরদারি চলছে।