টানা ১২ বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন দিলখায়ের আকন্দ
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন রমনা ইউনিয়নের মোঃ দিলখায়ের আকন্দ।

পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে অবদান রাখায় জেলার চিলমারী উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চিলমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলায় ২০২৫ সালের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন রমনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ দিলখায়ের আকন্দ। এ নিয়ে তিনি টানা ১২ বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন।

এ বিষয়ে দিলখায়ের আকন্দ বলেন, 'টানা ১২ বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলাম। নানা প্রতিকূলতার মাঝেও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। নিজের দায়িত্বের প্রতি সম্মান রেখে কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনের আশা করছি।'