
কুড়িগ্রামের চিলমারী উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন রমনা ইউনিয়নের মোঃ দিলখায়ের আকন্দ।
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে অবদান রাখায় জেলার চিলমারী উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চিলমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলায় ২০২৫ সালের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন রমনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ দিলখায়ের আকন্দ। এ নিয়ে তিনি টানা ১২ বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন।
এ বিষয়ে দিলখায়ের আকন্দ বলেন, 'টানা ১২ বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলাম। নানা প্রতিকূলতার মাঝেও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। নিজের দায়িত্বের প্রতি সম্মান রেখে কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনের আশা করছি।'