ইবিতে সাংবাদিক হেনস্তা; নিন্দা ও বিচার দাবীঃ খেলাফত ছাত্র মজলিস
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

রবিবার (১৩জুলাই) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রচার সম্পাদক হাবিবুর রহমান জুনাঈদের স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামী বিশ্ববিদ্যালয়ে (১২ জুলাই) আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সংবাদ সংগ্রহের সময় অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থীর হাতে সাংবাদিকদের লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আজ এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মো. সাদেক আহমদ ও সাধারণ সম্পাদক জুনায়েদ খান বলেন, "সাংবাদিকদের ওপর হামলা শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

তারা আরও বলেন, "গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। এর স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব।"