ছবিঃ সংগৃহীত
          সিলেটের কাজির বাজার এলাকার একটি রেস্তোরাঁয় চা বিলম্বের জেরে কর্মচারী দিনার আহমেদ (রুমন, ২২) ওরফে মৃত্যুর ঘটনায় একজন যুবকের সাথে তর্ক শুরু হয়।
সময়ের দীর্ঘ হওয়ার পর পরিস্থিতি শান্ত হলেও, পরবর্তীতে ওই যুবক কয়েকজনকে নিয়ে ফিরে এসে রুমনের উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তত্ক্ষণাত রেস্তোরাঁর মালিক নিরঞ্জন ঘোষ ও স্থানীয়রা রুমনকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয় ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে । নিহতের বড় ভাই রেজু আহমেদ হত্যার বিচার দাবি করেছেন ।
                                
                                
                                
                                
                                
                                
