জন্মদিনে হামলার চাঞ্চল্যঃ নগরীতে গ্রেফতার জসিম
ছবিঃ বিপ্লবী বার্তা

গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের নগরীর ২ নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে স্থানীয় ছাত্র-জনতা (বৈষম্যবিরোধী আন্দোলন) সাবেক পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও কচুয়াই ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ইনজামামুল হক (জসিম)–কে আটক করে বিয়োগান্তকভাবে পাল্টা পুলিশের হাতে তুলে দেয়।

পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে এবং পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় ।

বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রাম শাখার মুখপাত্র তওসিফ ইমরোজ জানিয়েছেন, জসিম রেস্তোরাঁয় ছিলেন একাধিক ব্যক্তির সঙ্গে; তার বিরুদ্ধে গত ৪ আগস্ট আন্দোলনে হামলা ও গুলির একটি মামলা রয়েছে; তাই শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে থানায় নিয়ে আসে—পরে অবশ্য তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে । পটিয়া থানা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান যোগ করেন, জসিমকে বিযুক্ত বিষয়টি তদন্ত হয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ।