বাজিতপুর রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ছবিঃ বিপ্লবি বার্তা

কিশোরগঞ্জের বাজিতপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৮ বছর এবং পরনে ছিল কালো প্যান্ট।

৮ই জুলাই, মঙ্গলবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এগারো সিন্ধুর গোধুলি’ ট্রেন বাজিতপুর স্টেশনে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ওই যুবক। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শী ও অপেক্ষামান যাত্রী রাসেল জানান, ট্রেন থেকে নামার সময় পা পিছলে গিয়ে যুবকের কোমরের অংশ এবং একটি হাত কেটে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ আহমেদ মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে।