স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও যৌতুকের অভিযোগ স্ত্রীর
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৃহবধূ সুমাইয়া আক্তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন,ভাবির সঙ্গে পরকীয়া, যৌতুকের চাপের অভিযোগ তুলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন ।

সোমবার ৭ জুলাই সকালে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহবধূ জানান, 'স্বামী মো: সোহেল হাওলাদার একাধিক পরকীয়ায় জড়িয়ে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। একপর্যায়ে পাঁচ বছরের সন্তানসহ তাকে ঘরছাড়া করা হয়।

সোহেল প্রথমে কাতারপ্রবাসী বড় ভাইয়ের স্ত্রী হেপী বেগম এবং পরে ছোট ভাইয়ের স্ত্রী সারমিন বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। প্রতিবাদ করায় সুমাইয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়'।

যৌতুকের দাবি উল্লেখ করে ওই গৃহবধূ বলেন , 'স্বামী ৮ লাখ টাকা যৌতুক দাবি করেন, যার মধ্যে ৩ লাখ টাকা দিতে বাধ্য করা হয়। বাকি টাকা না পেলে ঘরে তুলবেন না বলে হুমকি দেন সোহেল'।

বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নেওয়া সুমাইয়া আইনি লড়াই শুরু করেছেন। তিনি যৌতুক ও নারী নির্যাতন আইনে দুটি মামলা দায়ের করেছেন।

সুমাইয়ার দাবি, তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

অভিযুক্ত সোহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এখনো এ বিষয়ে কোনো আদালতের ওয়ারেন্ট থানায় আসেনি।