শহীদের বাবার হাত দিয়ে মনোনয়ন নিলেন নোয়খালী ১ আসনে এনসিপি প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক
ছবিঃ বিপ্লবী বার্তা
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নানের হাত দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক।


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। 


এ সময় আব্দুল মান্নানই ছিলেন নোয়াখালী-১ আসনের একমাত্র মনোনয়ন সংগ্রহকারী। এ সময় ব্যারিস্টার ওমর ফারুক জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে তিনি এনসিপি থেকে প্রার্থী হয়েছেন বলে জানান। তিনি প্রচলিত ধারার রাজনীতি এবং ভোটের সংস্কৃতির পরিবর্তে কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানান।


এ সময় উপস্থিত নেতারা বলেন, শহীদ তামিমের বাবার হাত দিয়ে মনোনয়ন সংগ্রহ একটি প্রতীকী ও আবেগঘন বার্তা বহন করে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতিফলন।


মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, ছাত্র প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি, নোয়াখালী জেলা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা এনসিপির সংগঠক রাসেদুল ইসলাম, মুফতি নাজিমুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।