নিয়ামতপুরে ওয়াকফ সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
ছবিঃ বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে ওয়াকফ সম্পত্তির দখল নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সুরাইয়া ফৌজি নাজনীন সুলতানা। আজ সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অভিযোগ তুলে ধরেন তিনি।

 

তিনি বলেন, '১৯৪৭ সালে হাজী মফিজ উদ্দীন তার ওয়াকফ সম্পত্তি তাঁর একমাত্র ছেলে ময়েন উদ্দিনের নামে উইল করে দেন। কিন্তু মফিজ উদ্দীনের ৬ কন্যা সন্তানের ওয়ারিশগণ সেই সম্পত্তি জবরদখল ও বিক্রি করেই চলেছে।

 

তিনি আরও বলেন, 'আমাদের দখলীয় জমিগুলো বর্গা চাষীদের কাছে দেওয়া ছিল। ৫-৬ মন ধান দেওয়ার কথা থাকলেও তাঁরা দিতে অস্বীকৃতি জানান এবং সেই জমিগুলোর ধান জোর পূর্বক সেলিম রেজা, রহিম এবং সামাদের পূর্বপুরুষরা জোরপূর্বক দানগুলো কেটে নেয়।

 

তাঁর অভিযোগ, ওয়াকফ সম্পত্তি নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। অভিযোগ ও মামলার দায়িত্বে থাকা পুলিশ উপপরিদর্শক (নিরস্ত্র) মাহবুবর রহমানকে অনৈতিক লেনদেনের কথা বলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। যে সংবাদ মনগড়া এবং সেখানে প্রতিবেদকের কোন পরিচয় দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে আদালত ১৪৪/৪৫ ধারা জারি করলেও তাঁরা সেগুলো মানেন না।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'সেলিম ও রহিম গংরা বিভিন্ন সময়ে আমার ভাই ও আমাকে হত্যার হুমকি প্রদান করে আসছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।'

 

তবে জবরদখলের বিষয়টি অস্বীকার করে সেলিম রেজা বলেন ,'আমরা জোরপূর্বক কোন কিছুই দখল করিনি। হাজি মফিজ উদ্দীনের ৬ কন্যা সন্তান ও এক ছেলে ময়েন উদ্দিন সরদারের নামে ১৯২১ সালের একটি দলিলে অংশ বন্টন করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ওয়ারিশ সূত্রে সেগুলো ভোগদখল করছি। খুব সহসাই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।'