বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী, শিশু সন্তান অক্ষত; মায়ের মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিরা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার জয়ডেহি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরা কাহালপুর গ্রামের ফরহাদ মোল্লার মেয়ে।


পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুর শশুর বাড়ী থেকে স্বামী নাজির শেখের মোটরসাইকেল যোগে ২ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডেহি এলাকায় অসাবধানতাবশত বাইক থেকে ছিটকে পড়ে তিনি, এসময় পেছনে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মোল্লাহাট থানার এসআই মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।