আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ আসনে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে আয়োজিত এ জনসভায় ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি, ভোটাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ফরিদপুর-২) আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী।
মাওলানা শাহ মো. আকরাম আলী যেকোনো অনিয়মের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "কেউ যদি ভোটারের গায়ে হাত দিতে চায়, তার হাতের কব্জি কেটে দেওয়া হবে। দুর্নীতি, ঘুষ, সুদ ও অন্যায়কে বিদায় দিয়ে হক ও ন্যায়নীতির সমাজ গঠন করতে হবে। আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয় চাই।”
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। জনসভা পরিচালনা করেন মো. এজাজুল হক।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের (ফরিদপুর-২) আসনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বলেন, “জনগণের ভোট একটি আমানত, আর এই আমানত রক্ষা করা ইসলামের নির্দেশ।” তিনি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধকে ভিত্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
জামায়াতে ইসলামের মনোনীত (ফরিদপুর-২) আসনের প্রার্থী মাওলানা সোহরাব হোসেন বলেন, "ইসলাম ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনের শিক্ষা দেয়।" সমাজে বিদ্যমান দুর্বৃত্তায়ন ও অবক্ষয়ের সমাধান ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মাধ্যমেই সম্ভব বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের (ফরিদপুর-২) আসনের প্রার্থী মাওলানা শাহ মো. জামাল বলেন, "আল্লাহভীতি সম্পন্ন নেতৃত্ব ছাড়া সমাজে প্রকৃত পরিবর্তন আসে না।" সুদ, ঘুষ, দুর্নীতি ও বৈষম্যকে জাতির উন্নতির প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, "ইসলামী ন্যায়নীতি ও মানবিক আদর্শই পারে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে।"
সভায় অন্যান্য বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

