বিজিবি’র অভিযান কুড়িগ্রামে ভারতীয় মাদক ও মদ জব্দ
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৪ পিস ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।


বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালারহাট বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় একজন চোরাকারবারীকে বাইসাইকেল যোগে আসতে দেখা যায়। বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাদক নিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।


অন্যদিকে, একই দিন বিকেলে অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তঘেষা পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তিনি ৩ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যান।


লালমনিরহাট-১৫ বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য নির্ধারণ করা হয়েছে: ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০ হাজার ৪০০ টাকা, মদ ৪ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত বাইসাইকেল ৮ হাজার টাকা।


কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”