সিরাজগঞ্জে জামায়াতের জেলা আমিরের গাড়ি বহরের উপর বিএনপির হামলা
ছবিঃ বিপ্লবী বার্তা

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম এর উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছে যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, গতকাল সোমবার (৮ ডিসেম্বর) কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামি জালসায় প্রধান মেহমান হিসাবে শাহিনুর আলম মঞ্চে উঠলে সেখানে পূর্ব থেকে অবস্থান করা বিএনপি'র এমপি প্রার্থী সেলিম রেজার ইশারায় নজরুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে মঞ্চের পিছনে নিয়ে মারধর করা হয়। 


তারা আরও জানায়, জালসায় জেলা আমির বক্তব্য শেষে গাড়ী নিয়ে রওনা হলে কিছু দুর যাওয়ার পর একটি ব্রিজে ওত পেতে থাকা বিএনপির নেতাকর্মীরা সাইকেল আরোহীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায়। সেখানেও অন্তত ১০/১২ জনের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।


তাদের অভিযোগ, সেখান থেকে গাড়ী বহরটি সোনামুখি বাজারে আসলে সেখানে তৃতীয় দফা অতর্কিত লাঠি-সোটা নিয়ে হামলা চালায় বিএনপি। এ সময় জেলা আমিরের প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয় এবং তারা দুটি মটর সাইকেল নিয়ে যায় তারা। 


জেলা জামায়াতের আমির শাহিনুর আলম অভিযোগ করে বলেন, 'হামলায় নেতৃত্ব দেন স্বয়ং বিএনপি প্রার্থী সেলিম রেজা। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবো।'


অন্যদিকে বিএনপি প্রার্থী সেলিম রেজা বিষয়টি অস্বীকার করেন।