গজারিয়ায় পৃথক স্থানে নারী পুরুষের লাশ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৬ডিসেম্বর) বেলা ১২ঘটিকায় উপজেলা হোসেন্দী ইউনিয়ন এর ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত (৩৫) এক নারী ও বাউশিয়া ইউনিয়ন এর মধ্যবাউশিয়া দাস পাড়া সংলগ্ন কাজলী নদী থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ। 


গজারিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, 'স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছি, পরিচয় শনাক্তের চেষ্টা করছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'


মরদেহ দুটি স্থানীয় কারও নয় বলে জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম। তিনি বলেন, 'স্থানীয় কেউ মরদেহ দুটির দাবি করেনি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'