ঝালকাঠি ১ আসনে ধানের শীষের প্রতীক পেলেন জামাল
ছবিঃ বিপ্লবী বার্তা

বিএনপির দূর্গ খ্যাত ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মনোনয়ন তালিকা ঘোষণা করার পর রফিকুল ইসলাম জামাল বলেন, 'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। দল-মত নির্বিশেষে সবাই মিলে কাজ করলে বিজয় আমাদের অনিবার্য।'


তিনি আরও বলেন, 'বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।' ঝালকাঠি ১ আসনসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া কামনা করেন।


উল্লেখ্য, রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন।

 

অন্যদিকে এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি'র সভাপতি সেলিম রেজা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, বিশিষ্ট আইনজীবী সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী, কর্নেল (অব)মোস্তাফিজুর রহমান, মেজর (অব:) সাব্বির, জোট প্রার্থী হিসেবে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও কয়েকজন।


এর আগে গুঞ্জন ওঠে, জোট থেকে লেবার পার্টিকে এ আসন দেয়া হতে পারে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব ঝালকাঠি-১ আসনের প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম জামালের নাম ঘোষণা করলে তাকে ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে যায়। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা স্বস্তি প্রকাশ করেন এবং অনেকে আনন্দ মিছিলেও যোগ দেন।

ঝালকাঠি-১ আসনটিতে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ (১৫ফেব্রুয়ারি নির্বাচন ) ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে।