ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। প্রচন্ড শীতে উঠতে না পেরে বাঁশ ঝাড়ে পড়ে ছিল শকুনটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির শকুনটি স্থানীয়রা উদ্ধার করে। পরে স্থানীয়রা বিশাল আকৃতির শকুনটিকে নিরাপদ স্থানে নেন। এই খবর ছড়িয়ে পড়লে শকুনটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। তবে স্থানীয়দের ধারণা ভারতের হিমালয় থেকে উড়ে আসতে পারে বিপন্ন প্রজাতির শকুনটি। শকুন ধরা পড়ার খবরটি মুহুর্তে জড়িয়ে পড়ে এবং এক নজর দেখতে শিশু-কিশোররা বিপন্ন প্রজাতির শকুনটি দেখতে ভীড় করেন এবং অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।
ওই এলাকার আতিকুর রহমান জানান, সকাল বেলা বাঁশ ঝাড়ে শকুনটিকে দেখেন। পরে শকুনটির কাছে গিয়ে ধরার চেষ্টা করেন। তেমন উড়ান দিতে না পাড়ায় শকুনটিকে আটক করা হয়। উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির শকুনটি প্রাণিসম্পদ অফিসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোছা: দিলারা আকতার জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপন্ন প্রজাতির শকুনটির সু-চিকিৎসা দেয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

