৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

