গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গির্জায় বিশেষ প্রার্থনা
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার কেওয়াচলা ক্যাথলিক চার্চ ও কেওয়াচলা ব্যাপ্টিস্ট চার্চে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


প্রার্থনায় অংশ নেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার চেয়ারম্যান সাগর সাংমা, সাধারণ সম্পাদক সুব্রত মারাক শুভ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মানিক সাংমা প্রমুখ।


প্রার্থনায় বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আয়োজক ও অতিথিরা বলেন, “সকল ধর্মের মানুষের মিলিত প্রয়াসই সমাজে সহমর্মিতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তৈরি করে।”