সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় ধানবান্ধিস্থ মরহুম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনের আঙ্গিনায় মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, “খালেদা জিয়া আজ অসুস্থ, কিন্তু তিনি দেশের জনগণের হৃদয়ে সুস্থভাবেই আছেন। তাঁর নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর সুস্থতা ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি।”
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন; জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু; জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দীন; থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া (কর্ণেল); জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আকাশ খন্দকার; জেলা বিএনপি নেতা সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, শামিম হোসেন, মোঃ আরিফ, মোঃ মাসুদ, জাকির হোসেন, অলি আহমেদ এবং বিএনপি নেতা নজরুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জেলা তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ।
দোয়া মাহফিলে অংশ নেন পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শ্রমিক নেতা নাঈম ও যুবনেতা রিপন, সুরুত, হাবিব, পাপ্পু। মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, স্বপ্না পারভীন, মাহমুদা, পারুল, সীমা প্রমুখ।

