হাজার কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত রেলস্টেশন, নেই কোন স্টেশনমাস্টার
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজাপুর রেলস্টেশন সম্প্রসারিত ও আধুনিকীকরণের কাজ প্রায় ছয় বছর আগে সম্পন্ন হলেও স্টেশনটি এখনও পূর্ণরূপে কার্যকর নয়। ফলে স্থানীয় যাত্রী ও এলাকার সাধারণ জনগণ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।


স্টেশনের প্রবেশপথে টিকেট কাউন্টার বন্ধ এবং ধূলোময়লায় ঢাকা। সকল রুম তালাবদ্ধ এবং সম্মুখ অংশের দুটি পিলারের মধ্যে একটি পিলারে ফাটল দেখা গেছে।


প্লাটফর্মে স্থাপিত সোলার স্ট্রিট লাইটগুলো অকার্যকর। স্থানীয়রা জানায়, সোলার লাইটের তার ও ব্যাটারি বহু আগে চুরি হয়েছে, যার কারণে রাতের বেলা প্লাটফর্ম অন্ধকারে ডুবে যায়। এছাড়া রাতে প্লাটফর্ম এলাকায় মাদকসেবি ও অরাজকতা মূলক কার্যক্রমের দেখা মেলে প্রায়ই।


স্থানীয়রা দ্রুত রেলস্টেশন সচল করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, যদি দ্রুত রক্ষণাবেক্ষণ কাজ শুরু না করা হয়, তাহলে সম্প্রসারিত প্রকল্পটি জনসাধারণের জন্য বিপদজনক প্রভাব ফেলতে পারে।


স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই রেলস্টেশন পুনরায় সচল ও নিরাপদ করবেন, যাতে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন এবং জনদূর্ভোগ লাঘব হয়।