গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মো: নুর আলম এবং চাঁন মিয়া নামক দুই মুসল্লির ইন্তেকাল করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
ইন্তেকালকারী হলেন মো: নুর আলম (৮০), পিতা সুলতান আহমাদ, গ্রামের নাম আন্ডার চর কাজীর তালুক, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী। তিনি নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন এবং রাতের সময় ঘুমন্ত অবস্থায় মারা যান।
অন্যজন মুসল্লির নাম হলেন, চাঁন মিয়া (৬০)। তাঁর পিতা মৃত মজিবুর রহমান। স্থায়ী ঠিকানা বগারপাড়, সরিষাবাড়ী, জামালপুর। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন।
মো: নুর আলমকে প্রাথমিক সেবা প্রদান করে তাকে চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুমার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, চাঁন মিয়া জুমার নামাজের সময় স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে চলমান ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।

