অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার ওসি’র প্রেস ব্রিফিং
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে প্রকৃত তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন তিনি। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে ভূরুঙ্গামারী থানা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অভিযোগের সত্যতা তুলে ধরেন।


ওসি জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) কখনো রাজনৈতিক পরিচয়, কখনো সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার সহযোগীদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা, মাদক ব্যবসা, অপহরণ, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলা এবং সর্বশেষ নাশকতার পরিকল্পনা এমন চারটি মামলার আসামি। এসব মামলায় তাকে গ্রেপ্তার করার পর আনোয়ারের একটি সহযোগী চক্র থানা পুলিশ ও ওসির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।


প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গত ১৪ নভেম্বর ‘প্রতিদিনের কাগজ’ এর পরিচয়ধারী সাংবাদিক খায়রুল আলম রফিক ফোনে মামলার বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তা জানান। পরে ওই ফোনকলটি কৌশলে রেকর্ড করে বিভ্রান্তিকর শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে থানার কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


ওসি আল হেলাল মাহমুদ অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকরা কয়েকজন বিতর্কিত সাংবাদিককে ব্যবহার করে পুলিশি কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি জানান, আনোয়ারের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


তিনি আরও বলেন, “আমি থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আসছি। একটি মহল নিজেদের স্বার্থে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।”


ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, কথিত সাংবাদিক আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জানান, আনোয়ার হোসেন আরিফ ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচয় দেন।


অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামের আমীর আনোয়ার হোসেন বলেন, “আমার জানা মতে ওসি আল হেলাল মাহমুদ ভালো মানুষ। মামলা বাণিজ্যের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।”