পৃথক অভিযানে নেত্রকোণার সীমান্ত থেকে বিদেশি মদ জব্দ
ছবিঃ বিপ্লবী বার্তা
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক এবং ১২ বোতল আইস ভদকা, যা ভারতের ব্র্যান্ড।


 বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এই তথ্য জানান। 


তিনি বলেন,  সকালে সাড়ে ৫টার দিকে কচুগড়া বিওপির সাত সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১১৮০/২-এস থেকে প্রায় তিন’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা জব্দ করা হয়।


এর আগে, মঙ্গলবার রাত ১টার দিকে লেংগুরা বিওপির সাত সদস্যের আরেকটি টহল দল পৃথক অভিযানে সীমান্ত পিলার ১১৭০ এমসি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল এমসি ডুয়েলস ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।


তিনি আরও বলেন, জব্দকৃত ৬৫ বোতল বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।