
বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল, এনভয় টেক্সটাইল লিমিটেড তাদের ‘স্টেট অব দ্যা আর্থ ওয়েস্টেজ ফ্যাবরিক রিসাইক্লিং প্ল্যান্ট’ পুরোপুরি কার্যক্রম শুরু করেছে। এই কারখানায় কোম্পানিটি বর্জ্য কাপড় পুনঃব্যবহার করে সুতা উৎপাদন করবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। এনভয় টেক্সটাইল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ১২ টন সুতা উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টে বর্জ্য কাপড় প্রক্রিয়াজাত করা হবে।
কোম্পানিটি আশা করছে, এই প্রকল্প বিশ্ব বাজারে টেকসই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক সুবিধা জোরদার করবে এবং কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি জানিয়েছিল, এই রিসাইক্লিং প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করা হবে, যার মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়ন হবে। সেই সময়ে আশা করা হয়েছিল, নতুন প্ল্যান্টের পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে বার্ষিক অতিরিক্ত রাজস্ব আয় প্রায় ৫০ কোটি টাকা বৃদ্ধি পাবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হওয়ার কথা ছিল। তবে কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু করতে সক্ষম হয়েছে।