কুমিল্লার টাউনহলে বিএনপি এর দলীয় সংঘাত এড়াতে সেনা -পুলিশ মোতায়েন
কুমিল্লা জেলায় বিএনপির দুই গ্রুপের একই ভ্যানুতে (টাউনহল) জনসভা আয়োজনের পরিকল্পনার কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন উভয় জনসভা স্থগিত করে এবং টাউনহল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে।

