নীলগাই প্রজননে সাফল্য, গাজীপুর সাফারি পার্কে জন্ম নিল দুই শাবক
গাজীপুরের সাফারি পার্কে নীলগাই পরিবারের দুটি নীলগাই শাবক জন্ম নিয়েছে। পার্কের কোর সাফারি এলাকার সবুজ বনভূমিতে এখন মায়ের সঙ্গেই তারা নিশ্চিন্তে খেলছে, দৌড়াচ্ছে, আর দুধ পান করছে।
গাজীপুরের সাফারি পার্কে নীলগাই পরিবারের দুটি নীলগাই শাবক জন্ম নিয়েছে। পার্কের কোর সাফারি এলাকার সবুজ বনভূমিতে এখন মায়ের সঙ্গেই তারা নিশ্চিন্তে খেলছে, দৌড়াচ্ছে, আর দুধ পান করছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে টিকাদান অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার, রাজারহাটের চাকিরপশার ও রাজারহাট বাজার এলাকায় এসব উদ্যোগ বাস্তবায়ন করেন...