 
      দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে বিনিয়োগ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে এবং বড় ধরনের নতুন সুযোগ তৈরি করেছে।”
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-২ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
ড. ইউনূসের বলেন, প্রযুক্তির মাধ্যমে উদ্যোক্তা মনোভাবকে আরও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখবে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
