 
      কুবিতে আরকিওলজি প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচিত
          কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগের সহযোগী সংগঠন 'আর্টস এন্ড হ্যারিটেজ সোসাইটি'-র উদ্যোগে আয়োজিত আরকিওলজি প্রমিয়ার লীগের জার্সি উন্মোচিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়ায়টায় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং খেলোয়াড়দের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
আয়োজক কমিটির তথ্যমতে, এ বছর প্রত্নতত্ত্ব বিভাগের সকল খেলোয়াড়দেরকে ইজিপ্টিয়ান ঈগল, গ্রিক গ্ল্যাডিয়েটরস, পার্সিয়ান এম্পায়ার এবং রোমান রয়ালস এই চারটি দলে ভাগ করা হয়েছে। প্রতিটি দল একে অপরের সাথে মোকাবিলা করবে। 
আর্টস এন্ড হ্যারিটেজ সোসাইটির সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম গালিব বলেন, ' প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সোসাইটির উদ্যোগে আর্কিওলজি প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সবার উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়েছে। আমরা সব খেলোয়াড়দের চারটি দলে ভাগ করেছি। আশা করি সুষ্ঠুভাবে আমাদের আয়োজন সম্পন্ন হবে।'
জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান বলেন, 'আমাদের এই টুর্ণামেন্ট ধারাবাহিকভাবে হয়ে আসছে। আমরা আজকে জার্সি উন্মোচন করে  টুর্নামেন্টের যাত্রা শুরু করব। সকল শিক্ষক দর্শক হয়ে খেলোয়াড়দের সমর্থন দিবেন।'
তিনি আরো বলেন,  'এটা আমাদের প্রাক-প্রস্তুতি ম্যাচ, আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্ট আমাদের প্রধান লক্ষ্য। তাই আমরা ইনজুরির দিকে বিশেষ নজর দিবো, যাতে আন্তঃবিভাগ ফুটবল  টুর্ণামেন্টে খেলোয়াড় সংকট না হয়।'
 সানজানা তালুকদার
                     সানজানা তালুকদার 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
