 
      ছবিঃ সংগৃহীত
          শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক যৌথ শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন।
বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের বিশিষ্ট চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার ছিলেন ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।
এস কে আর
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                
