 
      জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশন আগামী মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা আবারও শুরু করতে যাচ্ছে। আলোচনা অনুষ্ঠিত হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে, সকাল ১১টা থেকে।
কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবারের আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে:
১. পূর্ববর্তী অসমাপ্ত আলোচনা (যেমন—সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন এবং নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব),
২. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), এবং
৩. প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার কাঠামো।
আলোচনা শেষে প্রথমে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলের প্রতিনিধিরাও গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন। বিটিভি-নিউজ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, এই জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয় এবং ২০ মার্চ এলডিপির সঙ্গে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। প্রথম দফায় ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য গড়ে উঠলেও, কিছু মৌলিক সংস্কারের বিষয়ে এখনো মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি।
এই মতপার্থক্য নিরসনে দ্বিতীয় পর্যায়ের আলোচনা ২ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস। ৩ জুন তিনটি বিষয়ের ওপর আলোচনা হলেও তা শেষ না হওয়ায় অধিবেশন মুলতবি করা হয়। সেই স্থগিতকৃত আলোচনাই আগামী মঙ্গলবার আবার শুরু হচ্ছে।
এছাড়া কমিশন জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও আলোচনা চলবে, তবে ওই দুই দিনের আলোচ্য বিষয় পরে জানানো হবে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
