 
      ১৯৪৫ সালের ৯ আগস্ট—দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ভয়াবহতম দিনগুলোর একটি। সেদিন সকাল ১১টা ২ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে নিক্ষেপ করে ইতিহাসের দ্বিতীয় পারমাণবিক বোমা “ফ্যাট ম্যান”। মুহূর্তেই শহর কেঁপে ওঠে ভয়াল বিস্ফোরণে, আকাশে উঠে যায় মাশরুম আকৃতির অগ্নিমেঘ, মাটিতে পড়ে ছাই ও মৃত্যু।
এই বোমা হামলায় ১৯৪৫ সালের শেষ নাগাদ প্রাণ হারান প্রায় ৭০ হাজার মানুষ—যাদের অধিকাংশই ছিলেন নিরীহ সাধারণ নাগরিক। এর মাত্র তিন দিন আগে অর্থাৎ ৬ই আগস্ট, হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা “লিটল বয়” ফেলে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণ কাড়ে যুক্তরাষ্ট্র। পরপর এই দুই হামলা জাপানকে আত্মসমর্পণে বাধ্য করে এবং ১৫ই আগস্ট ১৯৪৫-এ কার্যত শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
নাগাসাকির বোমাটি ছিল প্লুটোনিয়ামভিত্তিক, যার বিস্ফোরণক্ষমতা ছিল প্রায় ২১ কিলোটন টিএনটি সমান। তীব্র তাপ, শকওয়েভ ও প্রাণঘাতী বিকিরণে শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, বছরের পর বছর ধরে ক্যান্সার, বিকলাঙ্গতা ও জন্মগত জটিলতায় ভুগেছেন হাজারো মানুষ।
৮০ বছর পরও জাপান এই দিনটিকে স্মরণ করেছে শান্তি আর পরমাণু অস্ত্রহীন বিশ্বের আহ্বানে—যেন মানবসভ্যতা আর কখনো এমন কালো অধ্যায় না দেখে।
 আন্তর্জাতিক ডেস্ক
                     আন্তর্জাতিক ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
