 
      রোববার (৩ আগস্ট) রাত প্রায় সাইজে সাড়ে ৯টার দিকে সাভারের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নবীনগর–চন্দ্রা মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গর্তে পড়ে উল্টে যায়।
এরপর বিপরীত দিক থেকে আসা একটি লরি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা সেই অটোরিকশার পিছনের চাকার নিচে চাপা পড়ে তিন যাত্রীসহ ৩ জন নিহত—তথা আহত হন আরও একজন।
নিহতরা হলেন —
• আলতাফ হোসেন (৫০)
• নূরজাহান বেগম (২৪)
• ও তাঁদের ছেলে আবদুল্লাহ (৪)
তারা আশুলিয়ার বলিভদ্র অঞ্চলের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় তারা অটোরিকশায় যাত্রী ছিলেন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশাটি বাইপাইলের দিক থেকে উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল, তখন রাস্তার পাশে থাকা পানিডে গর্তে পড়ে উল্টো যায়। এ সময় দ্রুতগতিতে আসা যত চালক লরি চাপা দিলে গাড়িটির যাত্রীরা চাকা নিচে চাপা পড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি শ্রেণিতে প্রথমে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নূরজাহান ও শিশুকে মৃত্যু ঘোষণা করা হয়, আহত চালকের খোঁজ মেলেনি।
ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা মহাসড়কের নবীনগরমুখী লেন বন্ধ করে বিক্ষোভ করলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অবরোধ সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানিয়েছেন, তিনজন নিহত ও এক আহত— এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চালক এখনও আটক হয়নি
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
