 
      রাজধানীর গুলিস্তানের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার মাত্র তিন মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় পুলিশও উপস্থিত রয়েছে, যাতে করে নিরাপত্তা ও উদ্ধার কাজ নির্বিঘ্নে পরিচালনা করা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
