 
      বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম–কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর) ও প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর) ট্রেনগুলির সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সময়সূচি ১০ আগস্ট থেকে কার্যক্রমে প্রতিপাদিত হবে।
সৈকত এক্সপ্রেস, যা বর্তমানে চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে যায়, নতুন সময়সূচিতে ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম ছাড়বে। একই বিষয়টি প্রবাল এক্সপ্রেস—কক্সবাজার থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছাড়ার পরিবর্তে নতুনভাবে সকাল ১০টায় ছেড়ে যেতে পারে।
এই সময় পরিবর্তনের সিদ্ধান্তটি রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তা রিক মুহাম্মদ ইমরান নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ট্রেন সময়সূচি সংশোধনের উদ্দেশ্য হল যাত্রী সুবিধা বৃদ্ধি ও সময়ানুবর্তিতা রক্ষা করা। সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মহম্মদ আবু বক্কর সিদ্দিকী’র স্বাক্ষরিত একটি নোটিশে এই পরিবর্তনের কারণ পরিষ্কারভাবে জানানো হয়েছে।
চট্টগ্রাম–কক্সবাজার রুটে বর্তমানে দুই জোড়া আন্তনগর ট্রেন চলমান রয়েছে, এবং ঢাকা থেকে কক্সবাজার রুটেও আরও দুই জোড়ার আন্তনগর ট্রেন চলছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজারে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়; এরপর ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যটক এক্সপ্রেস, এবং ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সৈকত ও প্রবাল এক্সপ্রেস চালু করা হয়। এই রুটে জনপ্রিয়তার কারণে ট্রেনগুলো নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সৈকত এক্সপ্রেস এখন যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে। প্রবাল এক্সপ্রেস ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ ও রামু স্টেশনে থামবে
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
