 
      জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরুতেই বিএনপি ওয়াক আউট করে, পরে পুনরায় যুক্ত হয়।
গত সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ২০তম দিনের শুরুতে চারটি প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় এনসিপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা করেন, বিএনপি এই বিষয়ে কোনো অংশগ্রহণ করবে না এবং কণ্ঠে তা অভিহিত করতে গিয়ে দলের প্রতিনিধি দল বেরিয়ে যায়—এটি হলো তাঁদের ওয়াক আউট ।
বিএনপির প্রস্থানের পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রশ্ন তোলেন, “একটি দল আলোচনায় নেই, তাহলে ঐক্যসন্ধি কিভাবে সম্ভব হবে, আলোচনা চালানো উচিত কি না”—এতসব নিয়েই হঠাৎ উত্তাপ শুরু হয় ।
এরপর, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়ে দেন, বিএনপি আগেই জানিয়েছিল তারা ওই চার প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সংবিধানে যুক্তির বিরোধী। তিনি বলেন, কমিশন একটি দলের কারণে আলোচ্য সূচি বাতিল করতে পারবে না, তবে এক বড় দল উপস্থিত না থাকলে কার্যকর আলোচনার সম্ভাবনা কমে যায়, সেই কারণেই বিষয়টি বিবেচনার জন্য রাখবে ।
পরবর্তীতে কিছু সময় বাদে বিএনপি আবার ফের বৈঠকে যোগদান করে অংশগ্রহণ শুরু করে, ফলে সম্পূর্ণ ওয়াক আউট না ঘুমিয়ে শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে নেওয়ার সূচনা হয় ।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
