 
      ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সরকার এখন শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন দপ্তরে পার্টটাইম চাকরিতে নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। উন্নত দেশের উদাহরণ অনুসরণ করে এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ঠিক একইভাবে আমরা সরকারি বিভিন্ন অফিসে শিক্ষার্থীদের পার্টটাইম হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছি।”
আসিফ মাহমুদ আরও বলেন, “সরকারের অনেক অফিসে এমন কিছু পদ রয়েছে যেখানে পূর্ণকালীন বা স্থায়ী জনবল প্রয়োজন হয় না। সেখানে শিক্ষার্থীদের পার্টটাইম নিয়োগ দিলে একদিকে সরকারের ব্যয় কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্যও আর্থিকভাবে উপার্জনের সুযোগ তৈরি হবে।”
তিনি বলেন, “এই প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি এবং কীভাবে কার্যকরভাবে শিক্ষার্থীদের এই পদগুলোতে যুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
