 
      চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৭ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের এই সফরটি ছিল রাজনৈতিক এবং অত্যন্ত সফল। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনা নেতারা আমন্ত্রণ জানিয়েছেন, এবং তারা খুশি যে তিনিই এখন নেতৃত্ব দিচ্ছেন। বিএনপিও চীনা নেতাদের দাওয়াত দিয়েছে, যা তারা গ্রহণ করেছেন।
সফরে দুই দলের মধ্যে ভবিষ্যতে রাজনৈতিক সংলাপের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আলোচনা হয়েছে বলেও জানান ফখরুল।
তিনি বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বে দেশটি যেভাবে অগ্রগতি করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্বের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে।”
চীনের আমন্ত্রণে ২২ জুন রাতে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে যায়। সফরকালে তারা বেইজিংয়ে চীনের পররাষ্ট্র উপমন্ত্রী, আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলে ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মওদুদ হোসেন আলমগীর পাভেল ও এবিএম আবদুস সাত্তার।
সফরের অংশ হিসেবে তারা চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠান ঘুরে দেখেন, যার মধ্যে ছিল গ্রেট ওয়াল, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং করপোরেশন, জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিয়াল জোন এবং জিয়াওতং ইউনিভার্সিটি।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
