 
      খুদে ব্লগারদের জন্য এক্স (পুরনো নাম টুইটার) থেকে দারুণ খবর আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির ‘আস্ক পারপ্লেক্সিটি’ চ্যাটবটের মাধ্যমে এখন এক্সে সহজেই ভিডিও তৈরি করা যাবে। এই ভিডিওগুলো সর্বোচ্চ আট সেকেন্ডের হবে এবং চাইলে কৃত্রিম কণ্ঠে সংলাপ ও শব্দ যোগ করা যাবে।
পারপ্লেক্সিটির মতে, ব্যবহারকারীরা এক্সে @AskPerplexity অ্যাকাউন্টকে ট্যাগ করে একটি সংক্ষিপ্ত প্রম্পট পাঠালেই চ্যাটবট ভিডিও তৈরি করে দিবে। এভাবেই খুব সহজে পছন্দমত সংলাপ ও শব্দসহ ভিডিও বানানো সম্ভব হবে।
যদিও এই নতুন ফিচার চালু হওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞরা উদ্বিগ্ন, কারণ এক্স প্ল্যাটফর্মে আগে থেকেই দুর্বল কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সমস্যা ছিল। তারা মনে করেন, এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুবিধা ভুয়া খবর ও বিকৃত তথ্যের প্রসারে সহায়তা করতে পারে। তবে পারপ্লেক্সিটি জানিয়েছে, ভিডিও তৈরির সময় বিভ্রান্তিকর বা অগ্রহণযোগ্য তথ্য শনাক্ত করে ফিল্টার করার জন্য উন্নত মানের ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অপব্যবহার রোধে সহায়ক হবে।
এই সুবিধার চালুর পর থেকে এক্স ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই রাজনীতি, বিশ্বনেতা ও তারকাদের নিয়ে মজার ভিডিও তৈরি করছেন। এতটাই চাহিদা বেড়ে গেছে যে, কখনও কখনও ভিডিও তৈরিতে বিলম্বও হচ্ছে।
 আন্তর্জাতিক ডেস্ক
                     আন্তর্জাতিক ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
