 
      রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ জুন) রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।
আহতদের ঢামেকে নিয়ে যাওয়া আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানান, সচিবালয় সমবায় সমিতির তত্ত্বাবধানে থাকা ক্যান্টিনের দায়িত্ব নতুন কমিটিকে দেওয়া হয়। নতুনভাবে দায়িত্ব পাওয়ার পর তারা ক্যান্টিন বুঝে নিতে গিয়ে এবং বাজার করে আনতে গেলে হঠাৎ করেই সাবেক সভাপতি মাইনুলের পক্ষের একটি গ্রুপ, বাদিউলের নেতৃত্বে ৩০-৪০ জন লাঠি ও রড নিয়ে হামলা চালায়।
তিনি বলেন, “তারা আমাদের ওপর লাঠি, রড দিয়ে হামলা চালানোর পাশাপাশি কিল-ঘুষিও মারে। এতে সভাপতি নুরুল ইসলামসহ অন্তত ছয়জন আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে নুরুল ইসলামকে ভর্তি করানো হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সচিবালয় থেকে আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে, বাকি পাঁচজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন।”
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে এমন সহিংস ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
