 
      রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই মাসে আন্দোলনের সময় নিহত সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া একই থানা এলাকার রিটন উদ্দিন হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে ও পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।
ওমর হত্যা মামলায় পিবিআই এর এসআই আমিরুল ইসলাম মীর তিন নেতার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় ১৮টি মরদেহ পাওয়া যায়। আসামিরা এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
মনিরুল ইসলাম মনুর দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড চাওয়া হয়, তবে আদালত শুধুমাত্র রিটন হত্যা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে মনু তার শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন এবং আদালত তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সায়মন হত্যাচেষ্টা মামলায় আসামি সোহাইল রিমান্ড শুনানিতে জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন না, ছিলেন চট্টগ্রাম বন্দরে। এরপর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
