 
      আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করছেন। এই তিন ঘণ্টার কর্মসূচিতে শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনের নিচতলায় সকাল থেকেই কর্মকর্তা–কর্মচারীরা অবস্থান নেন।
এই কর্মসূচির ঘোষণা আসে গত শনিবার বিকেলে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড ভবনে।
এনবিআরে কাঙ্ক্ষিত ও যৌক্তিক সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংগঠনের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব খাতে কোনো কার্যকর সংস্কার হচ্ছে না, বরং সময়ক্ষেপণ ও সিদ্ধান্তহীনতার সৃষ্টি হয়েছে। তাই তাঁকে দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এনবিআর ভবনে আগে থেকেই চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঐক্য পরিষদ।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে সরকার এক অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে এবং নতুন দুটি বিভাগ—‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’—গঠন করে। এই সিদ্ধান্তের পর থেকেই এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন।
শনিবারের সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩০১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি এবং অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকাকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
