চলছে বাংলাদেশ বাণিজ্য মেলা ২০২৫, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ‘বাংলাদেশ বাণিজ্য মেলা ২০২৫’। এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের আয়োজনে শুরু হওয়া এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে  প্রাণবন্ত পরিবেশে।


মেলা ঘুরে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুবান্ধবদের সঙ্গে। পছন্দের পণ্য কিনছেন, স্বাদ নিচ্ছেন ফুড কর্নারের নানা দেশি-বিদেশি খাবারের।


মেলার অন্যতম আকর্ষণ আধুনিক ফ্যাশন ও কসমেটিক্স প্যাভিলিয়ন, বিউটি মেশিনারিজ ও জুয়েলারি কর্নার, এবং হোম ডেকোরেশন সামগ্রী। এছাড়া আছে বিছানার চাদর, বালিশ, এবং হোটেল ডেভেলপার কোম্পানিগুলোর স্টল, যেগুলো মেলায় যুক্ত করেছে এক ভিন্নমাত্রা।


দর্শনার্থীদের নজর কেড়েছে ইরানি প্লাস্টিক পণ্য, কাঠের রুটি মেকার, আর বেত-বাশের দৃষ্টিনন্দন আসবাবপত্র। বিশেষ করে জুয়েলারি দোকানগুলোতে নারীদের ভিড় চোখে পড়ার মতো।


প্রতিটি স্টলেই চলছে বৈচিত্র্যময় অফার ও ছাড়ের আয়োজন, যাতে ক্রেতারা সাশ্রয়ী দামে কিনতে পারেন পছন্দের পণ্য। 


১২ দিনব্যাপী এই বাণিজ্য মেলা চলবে আগামী ২৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত।  কোন বাধা ছাড়াই সকাল থেকে রাত পর্যন্ত প্রবেশ করা যাচ্ছে মেলায়, তাই এখনই সময় ঘুরে আসার, এক ছাদের নিচে দেশি-বিদেশি পণ্যের এই বর্ণিল উৎসবে।