 
      পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯৪৪ জন।
রোববার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত ১০৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।
এছাড়া, সৌদি আরবে হজ মৌসুমে বাংলাদেশিদের জন্য ৬২ হাজার ৬০৩টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কে ২৩ হাজার ৮৯০টি সেবা প্রদান করা হয়েছে। সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা পেয়েছেন ২৮৪ জন বাংলাদেশি হাজি, যাদের মধ্যে এখনো ২২ জন চিকিৎসাধীন।
এবারের হজে সৌদি আরবে ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে।
২০২৫ সালের হজের জন্য ধর্ম মন্ত্রণালয় ৭০টি হজ এজেন্সিকে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। ফেরত আসার প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জুন থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজে অংশ নিয়েছেন।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
