 
      মোটরসাইকেল এমন এক বাহন, যা সময় ও ব্যয়ের দিক থেকে অত্যন্ত সাশ্রয়ী। একই সঙ্গে এটি তুলনামূলকভাবে পরিবেশবান্ধব ও সহজে চলাচলের উপযোগী। এর মাধ্যমে মানুষ পায় গতিশীলতার স্বাধীনতা, অনুভব করে তারুণ্যের শক্তি আর এক ধরনের নায়কোচিত আত্মবিশ্বাস। তাই অর্থ, পরিবেশ ও সময়সচেতন এবং স্বাধীনমনা মানুষদের কাছে এটি নিঃসন্দেহে সবচেয়ে প্রিয় বাহন হিসেবে বিবেচিত হয়।
এই বাহনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে প্রতি বছর ২১ জুন পালিত হয় বিশ্ব মোটরসাইকেল দিবস। যদিও দিবসটির যাত্রা খুব বেশি দিনের নয়, ২০১৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রথম এর ধারণা ছড়িয়ে পড়ে। ইউরোপ ও আমেরিকার কিছু মোটরসাইকেলপ্রেমীর উদ্যোগে গড়ে ওঠে এ দিবসটি উদযাপনের প্রাথমিক ধারা। এরপর ২০১৭ সালে ২১ জুনকে বেছে নেওয়া হয় দিবসটির জন্য এবং সেবছর থেকেই এটি অনানুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
২১ জুনকে এ দিবসের জন্য বেছে নেওয়ার পেছনে একটি দারুণ প্রতীকী কারণ রয়েছে—এই দিনটি উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘ দিনের আলো পাওয়া যায়। তাই বাইকারদের জন্য এটি শুধু দিনের দৈর্ঘ্য নয়, বরং মুক্তি, উদ্যম, স্বাধীনতা এবং রোমাঞ্চেরও এক প্রতীক। এদিন বাইকাররা তাঁদের ভালোবাসার বাহন ও জীবনের এক অনন্য অভিজ্ঞতাকে উদযাপন করেন।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
