 
      মুকসুদপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
মিছিলটি কমলাপুর বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকসুদপুর কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আমির প্রফেসর ইমরান সরদার। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যাপক আ. ওয়াহাব মোল্লা। অন্যান্য বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির আ. আজিজ, উপজেলা সেক্রেটারি নজিবুর রহমানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা সরকারের নীতি, সমস্যাসমূহ ও ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
                                 
                                 
                                 
                                 
                                
