 
      রাজধানীর আফতাবনগর আড্ডার মোড়ে ৩৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলে এ ক্যাম্পেবিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গাইনী, মেডিসিন, ডায়াবেটিসসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট আতীকুর রহমান। তিনি বলেন "আমরা জনগণের জন্য কাজ করি, নির্বাচনে না জিতলেও, আমাদের কার্যক্রম চলমান থাকবে। এসময় তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সেবা মুলক কাজ করার আহ্বান জানান"
এ ধরনের আয়োজনকে ঘিরে সাধারণ মানুষও সন্তুষ্ট তারা মনে করেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় এমন বিনামূল্যের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
মেডিকেল ক্যাম্পের পরিচালনা কর্তৃপক্ষ জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে যে কেউ এই সেবা নিতে পারবে। রাজনীতির বাইরে জনগণের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
