 
      বুধবার (১৮ জুন) দুপুরে কামাল খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি মঞ্জুরুল হক।
পুলিশ জানায়, কামাল খানকে ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নীলক্ষেত মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা হঠাৎ করে তাকে শনাক্ত করে ধাওয়া দেয় এবং পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিউমার্কেট থানার তথ্য অনুযায়ী, কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ২০২৪ সালের ১৯ জুলাই সায়েন্সল্যাব মোড়ে অনুষ্ঠিত একটি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়। ওই সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলি ছোড়ে।
ওই ঘটনায় মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। একই ঘটনায় আরও অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলার সময় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে তা অন্যদের হাতে তুলে দেয় এবং উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়ে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিসহ শতাধিক জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
